নিজস্ব প্রতিবেদক:: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রিয়াদ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী বিএনপি ও যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী বিএনপির সম্মানিত সদস্য শামসুল আলম। রিয়াদস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী বিএনপি’র আহবায়ক আলহাজ্ব সাদেক হোসেন এর সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী বিএনপির সদস্য সচিব রাসেল আহমেদ ভূঁইয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী যুবদলের সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রবাসী বিএনপি’র সম্মানিত সদস্য মোঃ মামুনুর রশিদ মামুন,গাজী মোহাম্মদ সিরাজ,নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া আমিন, জেলা প্রবাসী বিএনপি’র সম্মানিত সদস্য আব্দুল মতিন মোল্লা,মো: আব্দুস সালাম,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল মিয়া, জেলা প্রবাসী যুবদলের আহ্বায়ক,তুষার আহমেদ ইমরান, জেলা প্রবাসী বিএনপি’র সম্মানিত সদস্য জিয়াউর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী রমজান মিয়া,নবীনগর উপজেলা প্রবাসী বিএনপি’র সহ সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন,জেলা বিএনপি’র সদস্য মো: বাতেন মিয়া,মো: নাসির মিয়া মোঃ মোস্তাক আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির অনেক নেতাকর্মীকে নির্যাতিত ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। এছাড়াও বক্তারা বলেন গত জুলাই আগস্টে ২ হাজার ছাত্র জনতাকে যারা হত্যা করেছে অবিলম্বে তাদের ফাঁসি দাবি করেন বক্তারা। এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।