স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রোটারি ক্লাবের উদ্যোগে শুক্রবার রাতে আশুগঞ্জ পশ্চিম বাজার রোটারী ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের ভাইস প্রেসিডেন্ট আরজুদা রহমান তৃপ্তি’র নিজস্ব বাসভবন থেকে ও আশুগঞ্জ রেলওয়ে স্টেশন সহ উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক হত-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফাইজুর রহমান,সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর ডিপুটি জেনারেল ম্যানেজার আশরাফ ভুইঁয়া,বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী,সাবেক ইউপি,সদস্য জাহিদ মেম্বার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় কর্মহীন অসহায় হত-দরিদ্র শতাধীক পরিবারের লোকজন এই শীতের মাঝে একটি করে কম্বল পেয়ে অনেক খোশি হন। রোটারী ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের ভাইস প্রেসিডেন্ট আরজুদা রহমান তৃপ্তি বলেন, রোটারি ক্লাবের পক্ষ থেকে প্রতিবছরের নেয় এই বছরও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন। এবং ভবিষ্যতে ও সাধ্যমত অসহায় হত-দরিদ্র মানুষের পাশে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।