স্টাফ রিপোর্টার::ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকে প্রার্থী অধ্যক্ষ ড. শাহজাহান আলম সাজুর সমর্থনে আশুগঞ্জের তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে তালশহর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া।
তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি, চেয়ারম্যান সোলাইমান মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাকিবুল হাফেজ রাসেলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ আনিসুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক তোফায়েল আলী রুবেল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবীর, সদস্য জাকির হোসেন বাদল, উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হেবজুল বারী, হাজী মোঃ সাইদুর রহমান, মনির শিকদার, ইলিয়াস আলী,মোশারফ মুন্সী, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফয়জুল্লাহ শিশু, হাজী মোঃ আক্তার হোসেন, শাহ আলম, সেলিম আহমেদ সেলিম, মারজান মিয়া, মাহফুজুর রহমান সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
কর্মী সমাবেশে বক্তরা বলেন, আগামী ৫ নভেম্বর উপ নির্বাচনে শাহজাহান আলম সাজুকে নৌকার প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সকল নেতাকর্মিদের প্রতি আহবান জানান- নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া প্রাইম নিউজ।