স্টাফ রিপোর্টার:: বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আশুগঞ্জ ঢাকা সিলেট মহাসড়ক গোলচত্বর এলাকা থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ-মিছিল শেষে তারা সেখানে সমাবেশ করেন। এ সময় শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তি ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। নেতারা বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার জন্য শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।
ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ১৬ বছরে জুলুম নির্যাতন, গুম খুনের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের আহ্বায়ক সেলিম পারভেজ।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিমেল লতিফ এর সভাপতিত্বে ও ইফানুল হক আল ইমন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম পায়েল, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান,আবু কাউছার ডালিম,সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জামাল মিয়া সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,সাবেক সহ সভাপতি মানিক চৌধুরী,যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেদুয়ান রাসেল,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হৃদয় লতিফ, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান প্রভাত,সাদ্দাম,ফরহাদ, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।