স্টাফ রিপোর্টার:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আশুগঞ্জ শাখার উদ্যোগে আজ বুধবার (১৭ মে) বিকেল ৪ টায় স্বেচ্ছাসেবক লীগ এর অস্থায় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন সিকদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও আশুগঞ্জ সারকারখানা শ্রমীক কর্মচারী ইউনিযনের সাধারণ সম্পাদক কবির হোসেন । স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি মুমিনুল ইসলাম,আনোয়ার হোসেন, সদস্য পারভেজ আলম চৌধুরী, যুবলীগ নেতা মনির হোসেন।
এসময় সাংগঠনিক সম্পাদক মোঃ আক্কাস,দপ্তর সম্পাদক রাহিম পারভেজ,সদস্য ইমরান আহমেদ মুন্না,জেলা ছাত্র লীগের সদস্য সাদ্দাম হোসেন সহ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এসময় বক্তারা বলেন,এ সময় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় রাখতে হবে। তা না হলে দেশ অনেকটা পিছিয়ে যাবে।