মো. রুবেল মিয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৯ আগস্ট,শুক্রবার বিকালে অরুয়াইল আবদুস ছাত্তার ডিগ্রি কালেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সদ্য নির্বাচিত অরুয়াইল ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আবু তালেব এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট গাজী শফিকুল ইসলাম (শফিক) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য (মহিলা সংরক্ষিত আসন- ৩১২) ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট জয়নাল উদ্দিন (জয়), সদস্য মো. মোখলেছুর রহমান, সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড. মো.নাজমুল হোসেন, কেন্দ্রিয় যুবলীগের সদস্য মো.নাজিম উদ্দিন ভাষানি। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা জাবেদ আল হাসান, সোহেল রানা প্রমুখ। সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনকর্ম তুলে ধরেন।