স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২১ আগস্ট গ্রেনেট হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ। এর আগে উক্ত ইউনিয়ন আ’লীগের কার্যালয়ের মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৮আগস্ট বরিবার বিকালে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী বাদল সভাপতিত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক শাহ মো. কাইয়ূম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজাদ মুন্সি, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.শাহ আলম, শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো.তোছাদ্দেক আহম্মেদ প্রমুখ। পরে ২১ আগস্ট গ্রেনেট হামলার প্রতিবাদে শাহবাজপুর ইউনিয়ন
আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী বাদল, সাধারন সম্পাদক শাহেদ মিয়া বাবুল ও যুগ্ম-সাধারন সম্পাদক শাহ মো. কাইয়ূম এর নেতৃত্ব শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী ও বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শাহবাজপুর মহাসড়কের ফাষ্ট নামক মোড় প্রদক্ষিণ করে উক্ত কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য দেন স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।