ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার দুপুরে ট্যাবলেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট বিতরণ করেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল, সরাইল উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মানিক মিয়া,নির্মল চন্দ্র চৌধুরী সহ বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মানিক মিয়া। উপজেলার ১৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসাা নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ১২৬ জন এর মধ্যে ১০ জন শিক্ষার্থীকে ট্যাবলেট বিতরণ করা হয়। বাকিদের পরবর্তীতে বিতরণ করা হবে। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণকৃত ট্যাবলেট সমূহ শিক্ষা ও প্রযুক্তিখাতে এগিয়ে যাওয়ার উপকরণ সহায়ক হিসেবে ব্যবহার করবে শিক্ষার্থীরা। এই সময় অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,শিক্ষার্থীরা বলেন এই ট্যাব ব্যবহারের মাধ্যমে প্রযুক্তিখাতে তারা এগিয়ে যেতে পারেব।