নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিত্য প্রয়োজনীয় সকল পন্য নিয়ে মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের লক্ষ্যে মায়ের দোয়া সিয়াম ষ্টোরের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়ন কুট্টাপাড়া খাঁটিহাতা হাইওয়ে থানা সংলগ্ন মায়ের দোয়া সিয়াম ষ্টোরের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য এড. জয়নাল উদ্দিন জয়,জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি মাসুম বিল্লাহ,জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক আশরাফ খান আশা, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ, খাঁটিহাতা হাইওয়ে থানা সাবেক ওসি মাঈনুল, সরাইল উপজেলা যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সানাউল্লা সেলু।
এতে আরও উপস্থিত ছিলেন জেলার পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মনজুরে মৌলা ফারানি,সরাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.শরিফ উদ্দিন ও সাধারন সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠা প্রোপ্রাইটর ও জেলার জাতীয় শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃজাহিদুল ইসলাম জাদন মিয়া বলেন,মানুষের চাহিদা বিবেচনা করে বিকাশ,ইউক্যাশসহ যাবতীয় কনফেকশনারী মালামাল পাওয়া যাবে।