স্টাফ রিপোর্টার:: ভোলায় বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন রহিম, পরে তার মৃত্যু হয়।
এরই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে সরাইল উপজেলা যুবদল। ০৪ আগস্ট, বৃহস্পতিবার সরাইল – নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের সরাইল সদরের উচালিয়াপাড়া মোড় এলাকায় এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন যুবদলের নেতা-কর্মীরা । উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দীকির সভাপতিত্বে ও সদস্য সচিব নূর আলম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর (তপু), এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাদ মুহাম্মদ আলী, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন শাহরিয়ার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মীর ওয়ালিদ।
অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন, চুন্টা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাফেজ মনিরুল ইসলাম সেলিম, চুন্টা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ শামছুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাইদ মিয়া, পাকশিমুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আমান উল্লাহ ভূইয়া শিপন, সরাইল সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মন্নর আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মৃধা মোঃ সোহাগ, সদস্য রুহুল, পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আলবিন, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান নাজ, কালিকচ্ছ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাকিব প্রমুখ।