মোঃ রাকিবুর রহমান রকিব::দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’র এই বাজারে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রায় শতাধিক পরিবারের মাঝে নামমাত্র ১০ টাকা মূল্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সরাইল।শনিবার (১৬ ই মার্চ) উপজেলা সদরের সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তারুণ্যের সরাইলের এই ব্যতিক্রমী আয়োজন।
এতে উপস্থিত ছিলেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, পুবের আলো’র নির্বাহী সম্পাদক আব্দুল হানিফ, সমাজকর্মী রফিক মিয়া, প্রমুখ।এছাড়াও তারুণ্যের সরাইলের সদস্যবৃন্দ ও সুশীল সমাজের অনেকেই উপস্থিত ছিলেন।তারুণ্যের সরাইলের ইফতার সামগ্রী’র মাঝে ছিলো তেল,ছোলা, ডাল, ছানা বুট,আলু,মুড়ি,খেজুর। সমাজের সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠী অল্প মূল্যে ইফতার সামগ্রী ক্রয় করতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন
তারুণ্যের সরাইলের সিনিয়র এডমিন রায়হান চৌধুরী অভি বলেন, আমরা এবার এক ব্যতিক্রম আয়োজন করার চেষ্টা করেছি। যেহেতু আমরা ১০ টাকা মূল্য রেখে বিতরণ করেছি তাই আমাদের এ ইফতার সামগ্রী স্বাচ্ছন্দ্যে সকলেই গ্রহণ করতে পেরেছে। দেশ ও প্রবাসের অনেকেই আমাদের সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা।সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার বলেন, তারুণ্যের সরাইলের কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। এই তারুণ্যের সরাইল একদিন অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।