সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মানবতার সেবার লক্ষ্যে প্রতিষ্ঠিত সেলিম খন্দকার ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কুট্টাপাড়া সেলিম খন্দাকার বাজারে সংগঠনের স্থায়ী কার্যালয় প্রাঙ্গনে এ পরিচিতি সভা অনুষ্টিত হয়। সেলিম খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সেলিম খন্দকার এ পরিচিতি সভার সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন সেলিম খন্দকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান খন্দকার তারিক আহমেদ। ভাইস চেয়ারম্যান এনামুল হক লোকমান, আকবর হোসেন আপেল, সাংবাদিক শরীফ উদ্দন, মোঃ আলমগীর মিয়া, রওশন আলী, মুজিবুর পাঠান, মীর মোমিন আলী, হাফিজ উদ্দিন মাখন, কামাল পাঠান, মহাসচিব মাওলানা মুমিন উদ্দিন ওসমানী, সোহেল ঠাকুর, আঃ মমিন, রিমন খান, শরীফ খান, মীর সোহাগ, শেখ মোঃ সাহিদ মেম্বার প্রমুখ। বক্তারা বলেন, এলাকার শিক্ষা, সংস্কৃতি, দারিদ্র বিমোচন সহ মানব কল্যানে সব সময় কাজ করবে সেলিম খন্দাকার ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সেলিম খন্দকার বলেন, পূর্বে বিভিন্ন সময়ে অসময়ে মানব কল্যানে যেভাবে মানুষের পাশে থেকে মানব সেবা করে এসেছি ঠিক সেভাবে ভবিষ্যতেও মানব কল্যানে সেলিম খন্দাকার ফাউন্ডেশন মানুষের পাশে থেকে মানবিক সহযোগিতা করবে। তার জন্য এলাকাবাসির সকলের সহযোগিতা দোয়া ও সুপরামর্শ কামনা করি। সবশেষে অনুষ্টানে গাছের ছাড়া বিতরণ করা হয়।