ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ডিজিটাল আড়াইসিধা বিনির্মানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের সকল এলাকা সিসিটিভির আওতায় আনার জন্য ক্যামেরা লাগানোর কাজ শুরু করা হয়।
শনিবার (২৬ নভেম্বর) সকালে আড়াইসিধা বাজারের মোড়ে ক্যামেরা স্থাপনের মাধ্যমে এই কাজের শুরু করেন আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম মিঠু। ন্যাশনাল ক্যাবল টিভি নেটওয়ার্ক এর মালিক ও কার্নিভাল ইন্টারনেট আশুগঞ্জ এর ইনচার্জ আল মামুন এসময় উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আবু সায়েম মিঠু এর উদ্যোগে ন্যাশনাল ক্যাবল টিভি নেটওয়ার্ক ও কার্নিভাল ইন্টারনেট আশুগঞ্জ এর সহযোগিতায় সিসিটিভি স্থাপন শুরু হয়।
এসময় আড়াইসিধা ইউনিয়ন পরিষদের সদস্য মো সাচ্চু মিয়া, মো. নজরুল হক, মিজানুর রহমান, মো. নাসির মিয়া, মো. জুয়েল, বিশিষ্ট শালিশকারক আব্দুল হক, সাবেক মেম্বার মো. মুজিবুর রহমান, আব্দুল কুদ্দুছ, আলাউদ্দিন খন্দকার ও বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন আহমাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম মিঠু বলেন, ডিজিটাল আড়াইসিধা বিনির্মানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আড়াইসিধা ইউনিয়নের সকল এলাকায় সিসিটিভি স্থাপন শুরু করা হয়েছে। এই যাত্রায় ন্যাশনাল ক্যাবল টিভি নেটওয়ার্ক ও কার্নিভাল ইন্টারনেট আশুগঞ্জ আমাদের সব ধরনের সহযোগিতা করছে। সকলের সহযোগিতা নিয়ে আমরা এই আড়াইসিধাকে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিচয় করিয়ে দিতে চাই।