সুশীল চন্দ্র দাস হবিগঞ্জ জেলা প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে কুখ্যাত এক ইয়াবা ডিলার ব্যাবসায়ীর স্ত্রীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করার ৪দিন পর স্বামী সালেককে ২৬৩পিছ ইয়াবাসহ গ্রেফতার করে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানাযায়,পুলিশের ধাওয়া খেয়ে কুখ্যাত এই ইয়াবা ডিলার ব্যবসায়ী সিএনজি ষ্টেশনের ম্যানেজার সালেক পালিয়ে গিয়েছিল। ঐদিন পুলিশ সালেকের ঘর তাল্লাশী করে বিপুল পরিমান ইয়াবা ও ইয়াবার খালি প্যাকেট ও কিছু নগদ টাকাসহ ব্যাবসার সহযোগীকারী হিসেবে সালেকের স্ত্রীকে আটক করেন।
গত ৩ আগষ্ট বুধবার গভীর রাত(৪আগষ্ট) বানিয়াচং থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই বাবুল মিয়াসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দোয়া খানী মহল্লার মৃত রেশম উল্লার পুত্র ৩ নং ইউপি অফিসের পার্শ্ববর্তী সিএনজি অটোরিকশা সমিতির ম্যানেজার ও বানিয়াচং সিএনজি শ্রমিক সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক ছালেহ মিয়াকে আটক করতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এদিকে পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় সালেক। কিন্তু এসময় স্হানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ডের সাবেক ও বর্তমান সদস্যসহ আশপাশের নারী পুরুষের উপস্হিতিতে তার বাড়ীতে তাল্লাশী চালিয়ে সালেকের বিছানার নিচ থেকে ৪শত ৯৬পিছ ইয়াবাসহ স্ত্রী সাজিরুন বেগম(৩০) কে আটক করে থানায় নিয়ে আসেন। আজ ৪আগষ্ট বানিয়াচং থানায় মাদক আইনে মামলা দিয়ে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
দীর্ঘদিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সালেক ইয়াবার ডিলারি ও খুচরা ব্যাবসা করে আসছিলো বলে জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ ইয়াবা ডিলার ব্যবসায়ী সালেহকে গ্রেফতার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় ৮আগষ্ট বিকাল ৪টায় এসআই অমিতাভ তালুকদার,এসআই বাবুল মিয়া,এএসআই সাদ্দাম হোসেনসহ একদল পুলিশ স্হানীয় গ্যানিংগন্জ বাজার থেকে ২৬৩পিছ ইয়াবাসহ ছালেককে গ্রেফতার।
পড়ে ছালেকের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করে আজ(৯আগষ্ট) হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে থানা পুলিশ। এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় দেব জানান,বানিয়াচং থানার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।