নিজস্ব প্রতিবেদক:প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৩ জুলাই)শনিবার সন্ধ্যায় হাজী অলফত আলী মার্কেট মিলনায়তনে আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা সচিব এডভোকেট আব্দুল হামিদ ভাসানী। আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হানিফ সরকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ উজ্জলের সঞ্চালনায় শোক সভায় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমদাদুল হক সালেখ,আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ কাসেম মিয়া,সাধারণ সম্পাদক শাহ আলম মেম্বার,যুগ্ম সাধারণ সম্পাদক স্টালিন সরকার, সরাইল সরকারি কলেজের জাতীয় ছাত্র সমাজের সভাপতি,মোঃ কামরুল ইসলাম,সরাইল উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক এ কে এম কাজল,জাতীয় পার্টির নেতা জামাল মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর ভুয়সী প্রশংসা করেন এবং উনার আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় শোক সভায় ও দোয়া মাহফিলে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন, হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। পরে উপস্থিতি সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।