স্টাফ রিপোর্টার:: ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে আশুগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আশুগঞ্জের কাচারি বিথীকায় বঙ্গবন্ধু ম্যুরালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিফাত শিকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সালেকিন মীম,রফিকুল ইসলাম রাব্বি মুন্সি ও হান্নান শিকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ, সদস্য মনির শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল শিকদার,
কেন্দ্রীয় যুবলীগ এর কার্যনিবার্হী সদস্য মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন শিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফরহাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এড্যাঃ মোশাররফ হোসেন, শেখ দাউদ অপি, যুবলীগ সদস্য ইঞ্জিঃ আবুল কালাম আজাদ সুমন, লিখন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু মোসা, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব দেবাশীষ দাশ সোহেল,তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামসু মিয়াজী, মাহবুব মিয়া, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মঈম শিকদার, জেলা ছাত্রলীগ সদস্য তরিকুল ইসলাম প্রান্ত সিকদার,উপজেলা ছাত্রলীগের সদস্য সানি সিকদার, শাকিল সিকদার, মেহেদী হাসান শাহারান,আনন্দ সিকদার, জেলা সরকারি ফিরোজ মিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ইফরান, আমিনুল আমিন, আশুগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাদিম উজ্জ্বল,
এমরান, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীর, শরিফপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাইজুরসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট এই সূত্রে গাঁথা। স্বৈরাচারীদের বিরোদ্ধে আমাদের রুখে দাড়াঁতে হবে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজা করতে হবে।