স্টাফ রিপোর্টর:: ব্রাহ্মণবাড়িয়ায় ২৬হাজার ৭’শ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। জানা গেছে, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প নগরীর মেসার্স আপন মেজর ফ্লাওয়ার মিলের সামনে থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালনটি আটক করা হয়।
এ সময় মাদক পাচারে জড়িত একটি মিনি-ট্রাক জব্দ ও দুই মাদক কারবারিকে আটক করা হয়।আটককৃতরা হলো- কক্সবাজার জেলার চকরিয়া থানার বুড়িপুকুর গ্রামের নুরুল আফসারের ছেলে আবু সাইদ আকিব ও বান্দরবান জেলার লামা উপজেলার হারগাজা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. হেফাজ উদ্দিন । শুক্রবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী।
তিনি বলেন, ‘অভিনব কায়দায় মিনি-ট্রাকের বডির নিচে চেসিসের মধ্যে ২৬ হাজার ৭’শ পিস ইয়াবা, ৬০ গ্রাম ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট পাচার কালে গোপন সংবাদ পেয়ে ২ মাদক কারবারিসহ ওই মাদকগুলোর সাথে নগদ ২ হাজার টাকা জব্দ করে র্যাব।আটককৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করতেন বলে র্যাবের কাছে তারা স্বীকার করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’