স্টাফ রিপোর্টার::এবারের এসএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বগইর মডেল স্কুল এন্ড কলেজের থেকে সবাই পাশ। এ প্লাস পেয়েছে পাচঁ জন। সোমবার (২৮ নভেম্বর )এস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর এই মডেল স্কুল এন্ড কলেজ থেকে প্রথমবার এস এস সি পরীক্ষায় অংশ নেয় ২৭ জন ছাত্র। আশুগঞ্জ উপজেলায় ১ম স্থান অধিকার অরঞ্জন করে,বগইর মডেল স্কুল এন্ড কলজ।
তাই মডেল স্কুল এন্ড কলজ প্রঙ্গনে সোমবার দুপুরে আনন্দঘন পরিবেশে মিষ্টি বিতরন করা হয়। এস এস সি পরীক্ষায় পাশ করায় শিক্ষার্থীরা তাদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাগণের প্রতি কৃতিজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন বগইর মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হাজী মলাই ভূঁইয়া,প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী আবুল কাশেম ভূঁইয়া,বগইর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান উদ্যোক্তা সাদ্দাম ভুঁইয়া সজীব, বাস্তবায়ন কমিটির সদস্য নুরুল হক ঠাকুর,শাজাহান খান,তাজুল ইসলাম,শাজাহান ভূঁইয়া বগইর মডেল স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাগণ। তারা বলেন,বগইর মডেল স্কুল এন্ড কলেজের এ সাফল্যে আমরা খুবই আনন্দিত। পড়াশুনায় তাদের কোনো ঘাটতি ছিল না। শিক্ষক, অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।