স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১১ ডিসেম্বর মুক্তদিবস,১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অবিন্দ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো.হানিফ মুন্সী। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক, থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,কৃষি কর্মকতা নয়ন কুমার সাহা,ডা.আব্দুল্লা আল মাহমুদ (নজরুল) বীর মুক্তিযোদ্ধা শেখ জসিম,আশুগঞ্জ সদর ইউপি,চেয়ারম্যান শফিকুল ইসলাম,আশুগঞ্জ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি জুবায়ের হায়দার বুলু,আশুগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি এনামুল হক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন শিকদার, সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফি হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।