স্টাফ রিপোর্টাব্র ব্রাহ্মণবাড়িয়া সরাইল সরকারি ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র ফয়সাল হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও মামলা সুষ্ঠ তদন্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সরাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন পালন করেন ফয়সালের সহপাঠী সরাইল সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, এলাকাবাসী ও নিহতের পরিবার সহ কালিকচ্ছ এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
মানববন্ধনে লিখিত বক্তব্যে নিহত ফয়সালের পিতা রাকিব মিয়া জানান এ ঘটনায় পরপর দুটি মামলা থাকার পরও আসামিরা প্রকাশ্যে পুলিশের নাকের ডগায় বাজারে ঘুরাফেরা করছে। এ নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। নিহত ফয়সালের পিতার আরো জানান এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেফতার করতে হবে ও বর্তমানে কালিকচ্ছের বর্তমান দায়িত্বে থাকা বিট পুলিশকে প্রত্যাহার ও দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা না হলে,বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। প্রসঙ্গত গত ১৪ এপ্রিল সন্ধ্যায় সরাইল উপজেলা কালিকচ্ছ বাজারে সন্ত্রাসীদের শর্ট গানের গুলিতে সরাইল উপজেলা সদরের পূর্ব কুট্টাপাড়ার গ্রামের ব্যবসায়ী রাকিব মিয়ার দ্বিতীয় ছেলে ফয়সাল মিয়া কালিকচ্ছ বাজারে মামার দোকানের সামনে গুলিবিদ্ধ হয়।
সে বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মোল্লার নাতি। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান এ ঘটনায় আমরা ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছি, অন্যান্য আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। তাছাড়া মামলার অন্যতম আসামি স্থানীয় ইউপি, চেয়ারম্যান হাইকোর্ট থেকে জামিনে আছে।