স্টাফ রিপোর্টার:: জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী দিনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূপুর সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক, চরচারতলা মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবি জাহান খন্দকার,স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনি বিশেষজ্ঞ তানজিয়া আক্তার,আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ারুল হক,মেডিকেল অফিসার ডাক্তার আনিসুর রহমান, ডেন্টাল সার্জন ডাক্তার প্রহর পাল, মেডিকেল অফিসার ডাক্তার মশিউর রহমানসহ সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তাগণ।‘মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’-এ স্লোগানে গত ৭ জুন থেকে ১৩ জুন জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও যারা বিজয়ী হতে পারে নাই তাদের মাঝে শান্তনা পুরস্কার বিতরণ করা হয়।