আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে প্রিজাইনিং অফিসারদের হাতে মালামাল তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক জানান, মঙ্গলবার দুপুর থেকেই আমরা নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করেছি। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের নির্দেশনা দেয়া রয়েছে তাছাড়াও ভোটের সুন্দর পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, আশুগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নের ৪৮টি ভোট কেন্দ্র রয়েছে। এতে ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন। ভোটে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি সহ আনসার পুলিশ বাহিনী যথাযথ মোতায়েন রয়েছে। তৃতীয় ধাপের এই নির্বাচনে আশুগঞ্জ উপজেলায় ৫ জন চেয়ারম্যান পদে ৬ জন ভাইস চেয়ারম্যান পদে ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।