মোঃ ফিরোজ হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের মাসিক সুমন্বয় সভা অনুষ্ঠিত৷আজ মঙ্গলবার ২৬ মে সকাল ১০ ঘটিকায় উপজেলা হলরুমে ইসলামিক ফাউণ্ডেশন ফিল্ড সুপারভাইজার মাওলানা মোহাম্মদ মাজেদুর রহমান এর সভাপতিত্বে উপজেলা হলরুমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে৷এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মোঃ ইকতেখারুল ইসলাম আত্রাই উপজেলার সকল শিক্ষক, শিক্ষীকা দেরকে নিয়ে মাসিক সমন্বয় সভা অনিষ্ঠত হয়েছে৷
বক্তব্য রাখেন মোঃ আবুল হোসেন, এমসি আত্রাই উপজেলা ইফাঃ, মোঃ আঃ রাজ্জাক জিসি,মোঃ রেজাউল ইসলাম জিসি,মাওঃ মোঃ আঃ জলিল জিসি,ইফাঃ আত্রাই, উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ অর্থ ও দপ্তর সম্পাদক আত্রাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ হাই আল হাদি৷উক্ত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তিতায় বলেন সামপ্রদায়ীক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সে জন্য সকল কে সজাগ থাকতে হবে৷
আমরা আল্লাহর হুকুম মেনে চলবো৷ আমরা সবাই অংশ নিবো, সমাজে বাল্যবিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং, জঙ্গীবাদ দুর করার জন্যে বিভিন্ন দিক নিয়ে নিয়ে আলোচনা করা হয় এবং এই বিষয়ে সবাইকে সচেতন করতে আত্রাই উপজেলার ঈমাম ও ইফার শিক্ষকদের কে পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠান্টি দোয়ার মাধপমে সমাপ্ত করা হয় এবং দেশবাসীর শান্তি কল্যান কামনা করে দোয়া করা হয়।