ময়নাল হক ভূইয়া (মইনুল) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধরখার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চান্দপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়া এক ছেলের সন্ধান পেতে সকলের সহযোগিতা চেয়েছেন নিখোঁজের মা মাফিয়া বেগম। নিখোঁজ ছেলের নাম মোঃ শানু মিয়া, বয়স আনুমানিক ২৪ বছর, সে ঐ গ্রামের মরহুম ইউনুস মিয়ার ছোট ছেলে। এ ব্যাপারে তার মা গত ৬ই আগষ্ট আখাউড়া থানায় একটি সাধারণ ডাইরী এন্ট্রি করেন।
নিখোঁজ শানু মিয়ার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জানান, চলতি বছরের মে মাসের ২৫ তারিখ ঢাকায় চাকুরী করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করেও তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে, জিডি নং – ৩৫৫।
নিখোঁজ মোঃ শানু মিয়া’র খোঁজ খবর না পেয়ে ছেলের শোকে তার বৃদ্ধ মা বাকরুদ্ধ হয়ে অনেকটাই অসুস্থ হয়ে দিনাতিপাত করছে। এমত অবস্থায় ছেলের সন্ধান পেতে তিনি সর্ব মহলের সহযোগিতা কামনা করেন। জিডির তদন্তকারী কর্মকর্তা ধরখার পুলিশ ফাঁড়ি’র এসআই মোঃ শাহ্ আলম জানান, বিষয়টি তদন্তকরে দেখেছি, ঘটনাটি দীর্ঘদিন হয়ে যাওয়ায় তাকে খোঁজে পেতে সময় লাগতে পারে।
নিখোঁজ শানুর খালাতো ভাই মোঃ রুবেল জানান, যদি যদি কোন হৃদয়বান ব্যক্তি শানুর খোঁজ পেয়ে থাকেন তাহলে দয়াকরে এই মোবাইল নাম্বারে জানানোর অনুরোধ করছি, মোবাইল নাম্বারঃ- 01714264170