স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ক্রীড়া প্রতিযোগিতাটি ফিরোজ মিয়া সরকারি কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হানিফ মুন্সী, এ ছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,ফিরোজ মিয়া সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ উল্লা খন্দকার,চরচারতলা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্কুল ১৩টি, মাদ্রাসা ৩টি।
প্রতিযোগিতার প্রথম দিনেই ১৬ দলের অংশ গ্রহণে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী প্রথম ম্যাচে টানটান উত্তেজনায় নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে আশুগঞ্জ তাপ বিদুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় কে হারিয়ে চরচারতলা ইসলামিয়া আলিম মাদরাসা ২য় রাউন্ডে।