BrahmanBariaPrimeNews
বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের আয়োজন
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ইউনিকোড কনভার্টার
  8. একুশে বইমেলা
  9. কৃষি ও প্রকৃতি
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. চট্রগ্রাম

আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রতিটি নাগরিকের দায়িত্ব আমার: শেখ হাসিনা

প্রতিবেদক
ডেস্ক রিপোর্ট
জুলাই ২১, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ

দল-মত নির্বিশেষে সবার ঠিকানাই তার সরকার নিশ্চিত করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিটি নাগরিকের সুন্দর জীবন নিশ্চিত করাই তার দায়িত্ব।

প্রধানমন্ত্রী বলেন, ‘কারো কাছে যদি খবর থাকে বাংলাদেশের একটি মানুষ ভূমিহীন বা গৃহহীন রয়েছে অবশ্যই আমাদের খবর দেবেন। দল-মত নির্বিশেষে যেই গৃহহীন থাকবে আমরা তাদেরকেই ঘর করে দেব, ঠিকানা এবং জীবিকার ব্যবস্থা করে দেব।’

তিনি বলেন, ‘দল-মতের ভিন্নতা থাকতে পারে তাতে কিছু এসে যায় না। দেশটা তো আমাদের। আর আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার মানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমার।’

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে সারা দেশে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে আরো ২৬ হাজার ২২৯টি ঘরসহ জমি হস্তান্তর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বলেন, ‘দল-মত, আদর্শের ভিন্নতা থাকলেও মানুষের বড় পরিচয় সে মানুষ এবং সেভাবেই তিনি মানুষকে বিবেচনা করেন।’

শেখ হাসিনা বলেন, ‘মানুষকে আমি মানুষ হিসেবেই দেখি এবং প্রত্যেকটি মানুষ সুন্দরভাবে বাঁচবে সেটাই আমি চাই। আমার বাবার সেটাই শিক্ষা। যে কারণে এদেশের প্রত্যেকটি মানুষের আমি সুন্দর জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়ে যেতে চাই।’

তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই ভূমিহীন ও গৃহহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন। পাশাপাশি, পঞ্চগড় ও মাগুরা জেলার সবগুলো উপজেলাসহ ৫২টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবেও ঘোষণা দেন।

তার সরকারের পদক্ষেপের ফলে পঞ্চগড় ও মাগুরা জেলার সবকটি উপজেলাসহ দেশের ৫২টি উপজেলা সম্পূর্ণ ভূমিহীন-গৃহহীন মুক্ত হওয়ার সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করি, আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলাকেই এভাবে ভূমিহীন-গৃহহীন মুক্ত করতে পারবো। প্রত্যেকের একটি ঘর থাকবে, একটি স্থায়ী ঠিকানা থাকবে, একটি সুন্দর বাসস্থান থাকবে এবং তারা সুন্দরভাবে বাঁচবে। আর ইনশাআল্লাহ সেটা আমরা করে ফেলতে পারব বলেই বিশ্বাস করি।’

এ সময় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এবং এর সব সহযোগী সংগঠনসহ সব রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের অনুরোধ করেন নিজ নিজ গ্রামে বা এলাকায় কোনো ভূমিহীন বা গৃহহীন রয়েছে কি না- তা খুঁজে দেখতে, সরকার তাদের ঘর নির্মাণ করে দেবে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সমাজের সব স্তরের মানুষের জন্যই আশ্রয়ের ব্যবস্থা করে যাচ্ছে। পাশাপাশি ঋণ দেওয়া হচ্ছে এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। সেই সুযোগ নিয়ে নিজেদের কর্মসংস্থানের মাধ্যমে জীবনটাকে আরও উন্নত করবেন এবং নিজেরাও ভূমি কিনে ঘর বাড়ি করার যোগ্যতা যেন অর্জন করতে পারেন সেটাও আমরা চাই।

কারো কাছে হাত পেতে নয়, নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার সাথে যেন বেঁচে থাকতে পারেন, বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এই সমাজটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলার সঙ্গে সঙ্গে প্রতিটি গ্রামের মানুষ যেন সব ধরনের নাগরিক সুবিধা পেতে পারেন সেটাই আমরা নিশ্চিত করতে চাই।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি পাঁচটি জেলার পাঁচটি স্থানের সঙ্গে সংযুক্ত থেকে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ও করেন।

সর্বশেষ - চট্রগ্রাম

আপনার জন্য নির্বাচিত
আশুগঞ্জ উপজেলা যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আশুগঞ্জ উপজেলা যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সাংবাদিক সেলিম পারভেজ

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সাংবাদিক সেলিম পারভেজ

বাংলা নববর্ষ বরণে আশুগঞ্জে মঙ্গল শোভাযাত্রা

বাংলা নববর্ষ বরণে আশুগঞ্জে মঙ্গল শোভাযাত্রা

আশুগঞ্জে বগইর মডেল স্কুল এন্ড কলেজে এ প্লাস সহ শতভাগ পাশ

আশুগঞ্জে বগইর মডেল স্কুল এন্ড কলেজে এ প্লাস সহ শতভাগ পাশ

আশুগঞ্জ পূর্ব বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা ও বনভোজন

আশুগঞ্জ পূর্ব বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত

আশুগঞ্জে ফিরোজ মিয়া সরকরি কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আশুগঞ্জে ফিরোজ মিয়া সরকারি কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আখাউড়ায় কল্লা শহীদ (রহঃ) ওরশ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

আখাউড়ায় কল্লা শহীদ (রহঃ) ওরশ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

আখাউড়া শতাধিক ছিন্নমূল মানুষ পেল বিনামূল্যে স্বাস্থসেবা

আখাউড়া শতাধিক ছিন্নমূল মানুষ পেল বিনামূল্যে স্বাস্থসেবা

আশুগঞ্জের শরীফপুরে ব্রাহ্মণবাড়িয়ার-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন’কে গণসংবর্ধণা দিয়েছে এলাকাবাসী।

আশুগঞ্জে ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈনকে গণসংবর্ধণা

আশুগঞ্জে চরচারতলায় প্রিন্স প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আশুগঞ্জে চরচারতলায় প্রিন্স প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত