নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আশুগঞ্জ আইডিয়াল স্কুল এর আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ -এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্র মিলনায়তনে এই মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আশুগঞ্জ আইডিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও নূরী ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরচারতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রুবি জাহান খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরচারতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রোকেয়া বিলকিস। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন আশুগঞ্জ আইডিয়াল স্কুল এর সহকারী প্রধান শিক্ষক মোছা: সাজেদা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকগণ।
আশুগঞ্জ আইডিয়াল স্কুল এর ছাত্র-ছাত্রী রয়েছে ৩৫০ জন। এর মধে টেলেন্ট ফুলে বৃত্তি পেয়েছে ৪৫জন ও সাধারণ গ্রেডে পেয়েছে ১৭ জন। উল্যেখ উক্ত প্রতিষ্ঠানের এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন আশুগঞ্জ উপজেলায় মোট ৮৭ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে মেধা তালিকায় প্রথম স্থানে রয়েছে আশুগঞ্জ আইডিয়াল স্কুল। এছাও তিনি বলেন এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবেন এমনটাই আশা করছে তিনি। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।