স্টাফ রির্পোটার:: বন্দরনগরী আশুগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশুগঞ্জ আইডিয়াল স্কুলে প্রতি বছরের ন্যায় এ বছরও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ২০২৪ সালের বিদায় ও ক্লাস পার্টি সম্পন্ন হয়েছে। কোমলমতি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে, বিদ্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া কেক কাটা অনুষ্ঠান টি অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অসংখ্য শিক্ষার্থীদের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা পূর্বে প্রবন্ধ পাঠ করেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা।
গত শুক্রবার (২২ নভেম্বর) সকালে আশুগঞ্জ আইডিয়াল স্কুল হল রুমে ও স্থানীয় একটি পার্কে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। আশুগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও নূরী ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষিকা মোসাম্মৎ সাজেদা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন আশুগঞ্জ আইডিয়াল স্কুল এর সহকারি শিক্ষক ও শিক্ষিকাগণ। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষার্থী ও উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্টজনরা। এ সময়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও সহকারী প্রধান শিক্ষিকা সাজেদা বেগম বলেন, আমরা এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার আলো দান করতে গিয়ে জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানের লেখা পড়া করাবার জন্য আমাদের চেষ্টার কোন কমতি ছিল না।
তারা আরো বলেন আমাদের উপদেশ হচ্ছে, লেখাপড়ার পাশাপাশি সভ্যতা,ভদ্রতা শিখতে হবে,অনেক লেখাপড়া করেও আদব-কায়দা জানেনা। তাদেরকে বলব পিতা-মাতা ও গুরুজনকে শ্রদ্ধা করার জন্য তা’ হলে তোমরা অনেক বড় হয়ে দেশ ও মানব কল্যাণে কাজ করতে পারবে। বিদায়ী অনুষ্ঠান শেষে বিদায়ী ৪৫ জন শিক্ষার্থীদের কে নিয়ে স্থানীয় একটি পার্কে বিভিন্ন বিনোদন সহ আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।
আশুগঞ্জ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও সহকারী প্রধান শিক্ষিকা সাজেদা বেগম সকল অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন। আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে। আসছে নতুন বছরে আমাদের উক্ত প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে যারা আমাদের প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করতে ইচ্ছুক, তাহলে আর বিলম্ব না করে যোগাযোগ করুন আমাদের আইডিয়াল স্কুলের অফিসে।