নিজস্ব প্রতিনিধি: প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ও গনপূর্ত বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় বাস্তবায়নে ১৪ কোটি ৯৫ লক্ষ টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, সংসদ সদস্য আলহাজ মঈন উদ্দিন মঈন।
সোমবার সকালে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ মঈন উদ্দিন মঈন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক,আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) তরুন দে,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আলী রুবেল, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী,তালশহর ইউপি,চেয়ারম্যান সোলাইমান মিয়া,গনপূর্ত বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সাকিউল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন সিকদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি রিফাত সিকদার বীর মুক্তিযোদ্ধা আবুল হসিম এলাকার বিশিষ্ট জনরা। মডেল মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আল আমিন।