ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::’শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্য কে সমনে রেখে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপজেলা পর্যায়ে কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিকালে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী তাহমিনা সারমিন এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক এর পরিচালনায়,বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো: শরিফুল ইসরাম, হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার,মুহাম্মদ গোলাম মারুফ, প্রমুখ। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬ টি ইভেন্টে ৪৮ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহন কারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ।