স্টাফ রিপোর্টার:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুক্রবার রাতে শাহ সূফি সিরাজুল ইসলাম মোল্লা (রহ:) ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরচারতলা গ্রামে কুড়েরপার রেল কলোনি মাঠে আশুগঞ্জ ব্যাডমিন্টন স্পোটিং ক্লাবের আয়োজনে এই ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
চরচারতলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি মো.শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও শফিকুল ইসলাম খোকার পরিচালনায় খেলা উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.শাহিন সিকদার।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি ও চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আরবি বিশ্ব বিদ্যালয়ের সেকশন অফিসার মো.সালাহ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আবুল হোসেন,সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, আড়াইসিধা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম,মো.বাবলু মিয়া,মো.মানিক মিয়া,ভুট্টু মিয়া প্রমূখ।এই ব্যাডমিন্টন ফাইনাল খেলায় অংশ নেন কাসেম স্পোটিং ক্লাব বনাম লামিম স্পোটিং ক্লাব।
খেলায বিজয়ী হয়েছে কাসেম স্পোটিং ক্লাব, রানারআপ হয়েছে লামিম স্পোটিং ক্লাব। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে একটি টেলিভিশন এবং একটি স্মার্টফোন বিতরণ করেন। এসময় নির্বাচিত সেরা খেলোয়ার নাহিদ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।