স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুরে প্রীতি ফুটবল খেলায় টাইগার গ্রুপ জয়ীলাভ করে জিতে নিলো ৫৬ ইঞ্চি এলইডি টিভি। উপজেলার দুর্গাপুরের জারু মিয়া সাহেবের বাড়ি ও শমশের পাড়ার আয়োজনে শনিবার বিকেলে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশ নিয়েছে টাইগার গ্রুপ বনাম লায়ন গ্রুপ । খেলায় নির্ধারীত সময়ের মধ্যে লায়ন গ্রুপকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে টাইগার গ্রুপ ফুটবল একাদশ। দুর্গাপুর জারু মিয়া সাহেবের বাড়ি ও শমশের পাড়ার একাদশের খেলোয়াড়দের ফুটবল খেলা দেখে মুগ্ধ হয়েছে মাঠের দর্শকরা।
মন মুগ্ধকর খেলাটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ নোমান মিয়া। মোঃ ফুল মিয়া সাহেবের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আবু সায়েদ মিয়া,ইসমাইল মিয়া,হাজী রফিকুল ইসলাম,দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল মিয়া,বাদল মিয়া, আহম্মদ আলী সহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম,মনু মেম্বার,সেজু মেম্বার,বাহার মেম্বার,ইউছুফ মুন্সী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, গ্রাম বাংলার জনপ্রিয় ফুটবল খেলার মাধ্যমে যুব সমাজ কে মাদক সহ যেকোনো নেশার জগৎ থেকে দূরে রাখতে আমরা সবাই মিলে কাজ করে যাবো। এ খেলায় সার্বিক পরিচালনায় ছিলেন,আহম্মেদ মুস্তাক,মোশারফ হোসেন,বোরহান আহম্মেদ,শান্ত,ডালিম শমশের,সোহাগ মিয়া ও হানিফ মিয়া। খেলা শেষে বিজয়ী খেলোয়াদের মাঝে পুরস্কার হিসেবে ৫৬ ইঞ্চি একটি এলইডি টিভি তুলেদেন অতিথিগণ।