আশুগঞ্জ প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বহিষ্কার হওয়া নেতা হলেন আশুগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি।
জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ নাসির মুন্সিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আশুগঞ্জে চাঁদাবাজি ও মানুষকে হুমকি ভয়ভীতি প্রদর্শন নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে আশুগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক নাসির মুন্সিকে বহিষ্কার করা হয়েছে বলে দলের একটি সূত্রে জানা যায়।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আশুগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজির লিখিত ও মৌখিক অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির দলীয় গঠনতন্ত্রের ধারা মোতাবেক নাসির মুন্সিকে বহিষ্কার করা হয়েছে।