নিজস্ব প্রতিবেদক: বেকার তরুণ-তরুণীদের আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) উদ্যোগে ১৪ দিনব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হানিফ মুন্সি।
উপজেলা তথ্য প্রযুক্তি অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় ও জাইকার অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ,উপজেলা সহকারী প্রোগ্রামার এম আব্দুল্লাহ ও জাইকার স্থানীয় প্রতিনিধি লিটন চন্দ্র পাল।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন বেকার তরুণ-তরুণীরা অংশ গ্রহন করেন। এতে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ টেলিকম এন্ড কম্পিউটার্স এর মোহাম্মদ আলী,ওয়েলকাম রিপিয়ারশপ এর মো. নওশের আলম নাসির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বক্তৃতায় বলেন বেকারত্ব দুরকরে নিজেকে স্বাবলম্বী করতে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই’।