স্টাফ রিপোর্টার:: আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বৃহস্পতিবার দুপুরে আইসিটি বিভাগের বাস্তবায়িত চরচারতলা ইসলামিয়া আলিম মাদরাসায় স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,উপজেলা আইসিটি অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ,শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শনকালে চরচারতলা ইসলামিয়া আলিম মাদরাসার, ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক,শিক্ষার্থীদের সাথে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আইসিটি বিষয়ে শিক্ষাদান পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন।
চরচারতলা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী হাজী রফিকুল ইসলাম,জাকির হোসেন,আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা হাজী আমিনুল ইসলাম,মোবারক হোসেন,হাজী জয়নাল আবেদিন,বাচ্চু মিয়া সহ শিক্ষক,শিক্ষার্থীরা।
এ সময় নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বলেন বিশ্ব জয়ের হাতিয়ার ল্যাপটপের যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রযুক্তি জ্ঞান আহরণ করে আগামী দিনে নতুন নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।