নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী মাছিহাতা দরবার শরীফের পীরজাদা ছৈয়দ জুবায়ের আহমদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব পদে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাস ভবন প্রেসিডেন্ট পার্ক থেকে জাতীয় পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ এবং হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদের নিকট থেকে এই চিঠিটি গ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কো চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, আইন ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান সায়েম, যুগ্ম মহাসচিব মেজর সিকদার আনিছুর রহমান ও কর্ণেল হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক নাফিস মাহবুবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।