আশুগঞ্জ প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার তালশহ আশুগঞ্জ আঞ্জুমানে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন। এ উপলক্ষে শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ ও আরিফুর রহমান এর পরিচালনায় পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, ন্যাশনাল ব্যাংক এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার,কামরুনার লাবণী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,শওকত আকবর,তালশহর ইউপি,চেয়ারম্যান,মোঃ সোলাইমান,মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মেদ, বিদ্যালয় এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। এসময় বিদ্যালয় এর পক্ষ থেকে প্রধান অতিথির হাতে মানপত্র ও সম্মাননা স্মরক তুলে দেওয়া হয়। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিগণ।