ব্রাহ্মণবাড়িয়া প্রদিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুর রউফ, অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ,সাধারণ সম্পাদক আলহাজ মোবারক হোসেন,শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি হাজী গোলাম হোসেন ইপটি,আশুগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সাবেক সাধারণ সম্পাদক আল মামুন,দপ্তর সম্পাদক বাবুল সিকদার প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়,আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট অধিদপ্ত এর মুখ্য পরিদর্শক মোঃ শোয়েব নাঈম। সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক বলেছেন, পলিথিন ও প্লাস্টিকের দ্রব্য ব্যবহার পরিবেশ ও মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এজন্য ক্ষতিকর দ্রব্য পরিহার করতে হবে। পাটজাত পণ্য ব্যবহার করতে হবে। তানা হলে পাট পণ্য হারিয়ে যাবে। পাশাপাশি পাট চাষীদেরকে পাট চাষ করতে উৎসাহিত করতে হবে।