স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীতে ভিন্ন আঙ্গিকে নিজ স্ত্রীকে পাশে রেখে, মমতাময়ী মাকে চেয়ারে বসিয়ে, উৎসব মুখর পরিবেশে নিজ প্রতিষ্ঠান এ এন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর নতুন অফিস শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা কাউতলী জামে মসজিদ রোডে এ এন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ এন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর ব্যবস্থাপনা পরিচালক মো.জাকারিযা ভুইয়ার সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ সালাহ উদ্দিন, আব্বাস উদ্দিন খান কলেজের প্রভাষক মোঃ আফজাল হোসেন, জুবায়ের হায়দার রিয়েল, মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আশিক মান্নান (হিমেল), রফিকুল ইসলাম রকি, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উচ্চ সহকারী নূরে আলম (সুমন), এহসানুল আমিন তুষার, ডা: সবুর খান প্রমুখ।
এ সময় উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশ-বিদেশের যৌথ পরিচালনায় দেশের অর্থনীতির ভাবমূর্তি উজ্জল করার পাশাপাশি দেশের বেকারত্ব দূরীকরণে ব্যাপক অবদান রাখবে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। প্রতিষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী জামে মসজিদ রোডে অবস্থিত। প্রয়োজনে: ০১৭৯৮-১০৫৭৬৭ অথবা ০১৭১৭-৪৭৯২৭৯